তোরা দেখে যা গো নাগরী গৌর প্রেমের ঢেউ উঠিয়াছে
রসের মূরতি গৌর নইদায় আসিয়াছে ।।
নাগরী গো মুখে বলে রা রা রা
দুই নয়নে বহে ধারা গো
এগো সুরধুনীর ধারা যেন ধারায় ধারায় ভাইসাছে
নাগরী গো যেদিকে গৌর হেলিয়া পড়ে
সেইদিকে নিতাইরে ধরে গো
এগো ভাইবে রাধারমণ বলে আর কি গোরার বাকী আছে ।