তোরা বল গো সকলে গৌরচাঁন পাবো কই গেলে ওগো এক দিবসে গিয়াছিলাম সুরধনীর কিনারে এগো বিজুলি চটকের মতো গৌরচাঁন দেখা দিয়া লুকাইলে ।। ভাইবে রাধারমণ বলে শুনগো সকলে ওগো পাইতাম যদি গৌরচাঁন আমি কইতাম কথা নিরলে ।।