রাধারমণ দত্ত রচিত গান নং ৯১১

রে মন কী রসে ভুলিয়াছো
অসার সংসারে আশা ভরসা করিয়াছো।।
দেহকে আপন জেনে যতন করিয়াছো
তুমি নি তোমার মন রে আপন জানিয়াছো।
যাইবার বেলা সঙ্গে সাথী কেবা করিয়াছো
ভাইবন্ধু সুতদারা আপনা জানিয়াছো।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
ব্রহ্মানন্দের দেহতরী শুকনায় ভাসাইয়া।।