শ্রীদাম তুই জানিয়া আয় রে ভাই
কি সুখেতে আছে আমার কমলিনী রাই ।।
আশা ছিলো মোর মনে আসিবে বনেতে রাই
আসলে রুপ হেরিবো নিরলে
সে আশে বঞ্চিত হইলাম আমি কোথা গেলে তারে পাই ।
শ্রীদাম সকাল চল মোরে করিসনা ছল
শীঘ্র যা রাই আছে সেখানে
বিনয়ে তোরে বলি শীঘ্র যারে গুণের ভাই ।
সব কুঞ্জে বিছাড়ি চাই তবু তার দেখা না পাই
কোন কুঞ্জে রহিলো ছাপিয়া
শীঘ্র আইসে বল শুনি প্রাণে শান্তি পাই ।
রাধারমণ বলে ভাই তুই বিনে দোসর নাই
শীঘ্র যা আর করিসনা দেরী
শীঘ্র ফিরি আসি বল শুনে প্রাণে স্বস্তি পাই ।