রাধারমণ দত্ত রচিত গান নং ১৭৫

ঐ আসরে আইসো রে গৌরচাঁন্দ গুণমণি
আনিয়া প্রেমের বন্যা ভাসাইলায় অবনী ।
তুমি দয়া না করিলে গৌর কে করিবে আমারে
ওরে দেও দরশন পতিত পাবন জুড়াউক পরানি রে
নদীয়ার যত নারী রে তারা সব হইলো ধনী
গোলকে আনিয়া প্রেম ভাসাইলা অবনী ।
ভাইবে রাধারমণ বলেরে গৌরচাঁন্দ গুণমণি
অন্তিমকালে দেও মোরে চরণ দুখানি ।।