শ্যামকে দেখবি যদি আয় গো শ্যামের বাঁশির ধ্বনি শোনা যায় ।। বাঁশির ধ্বনি শুনে উন্মাদিনী আমি মরি পিপাসায় ।। বাঁশি প্রাণ লইয়া মোর টান দিয়াছে ধৈর্য্য ধরা নাহি যায় ।। শ্রীরাধারমণ শ্যামের আশায় আমায় সঙ্গেতে নি নিবায় ।।