রাধারমণ দত্ত রচিত গান নং ৭৬৩

শ্যাম বিচ্ছেদে অঙ্গ আমার জ্বলে গো ললিতে।
আমি কি করি কোথায় যাব শান্তি নাই মনেতে।
সরল সুন্দরী জেনে মোহন মুররীর গানে গো
আমি প্রাণ তার চরণে মজিলাম প্রেমেতে।
কুল গেল মান গেল কৃষ্ণপ্রেমে এই করিল গো
শ্যাম কলঙ্কী নামটি আমার জগতে।।
ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে গো
আমায় আইনে দেখাও প্রাণবন্ধুরে
মরিব এখনে গো ও ললিতে।।