রাধারমণ দত্ত রচিত গান নং ৫৯৮

প্রাণ সই গো আমি রইলাম কার আশায় ।
পাষাণে বান্ধিয়াছে হিয়া নিদারুণ কালায় ।।
মনপবন বহে যায় সুখের নিশি পুষাইয়া যায় ।
কৃষ্ণচূড়া ফুলের মালা বাসি হইয়া যায় ।
কুহুকুহু রবে কোকিলায় গায়
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
ধৈর্য ধর কমলিনী আসবে শ্যামকালিয়া ।।