কুঞ্জে না রহিও রাধা কুঞ্জে না রহিও
নয়ানের সাধ মিটিলে তবে তুমি যাইও ।।
যমুনার জলে যাইতে পথ যাইতে আধা
কদমতলে বাঁশি বাজাই শ্যামে দিলা বাধা
শ্যামের দিকে চাইয়া আঠুতে উষ্টা লাগি পাও
গাগরী ভাঙ্গিয়া গেলো শাশুড়ির গালি খাও ।
শাশুড়ি ননদীর গালি কানে বজ্র জ্বালা
ভাইবে রাধারমণ বলে শ্যাম পাইলে ভালা ।