মন চল রে দেশে যাই বিদেশ আসি শুইয়া দিলাম রে কাল কাটাইয়া ।।
দেশের মায়া গেলে ভুলিয়া বিদেশে রইলে পড়িয়া রে
লাভ ক্ষতি না দেখলে চাইয়া হিসাব করি দেখা চাই ।
লইয়া আসলে ষোল্লো আনা লাভ কইলে না খরচ দুনা
তার উপরে হইলো দেনা আসলের তো খবর নাই ।
কাম ক্রোধ মোহ মায়া এসব তো কেবল ছায়া
ভাবি দেখরে মন বেহায়া কখন আছে কখন নাই ।
যখন তুমি দেশে যাবে কে তোমার সঙ্গী হবে
স্ত্রী পুত্র কেউ না যাবে শেষে সম্বল কর তাই ।
সঙ্গের সাথী হবে যিনি তাহারে লও রে চিনি
শাস্ত্রে বেদে সবখানে ঐ কথা দেখতে পাই ।
ভাবিয়া রাধারমণ বলে দিন গেলো মোর অবহেলে
কোন ঘড়ি যে যাবো চলে তার তো কোনো নিশ্চয় নাই ।।