রাধারমণ দত্ত রচিত গান নং ৩৯১

কোথা গো প্রাণসই শোন সখি রসরাজের কথা
বেলা অবসান কালে আইলাম গো কালিন্দির জলে
নাগরও দাড়াইয়াছে তথা ।।
কদম্বডালেতে বসি বাজায় শ্যামে মোহন বাঁশি
ভ্রমরা ভ্রমী গুণ গায় ।
নবরঙের নবফুল মালতী কুসুম চাম্পা ফুল
ঝরিয়া পড়িলো রাঙা পায় ।
নাগর বড় দুরাচার লাজ ভয় নাহি তার
অসময়ে বাঁশিতে দেয় গো টান ।
আমরা গোপের নারী মনে অনুমান করি
কোন কালায় হরিয়া নেয় গো প্রাণ ।।
কালিন্দির জল কালা আর কালা মন্দের ভালা
দুয়ো কালায় একসঙ্গে ভাষে গান ।
ভাইবে রাধারমণ বলে আইলায় গো কালিন্দির জলে
যাচিয়া যৌবন করো দান ।।