কোথা গো প্রাণসই শোন সখি রসরাজের কথা
বেলা অবসান কালে আইলাম গো কালিন্দির জলে
নাগরও দাড়াইয়াছে তথা ।।
কদম্বডালেতে বসি বাজায় শ্যামে মোহন বাঁশি
ভ্রমরা ভ্রমী গুণ গায় ।
নবরঙের নবফুল মালতী কুসুম চাম্পা ফুল
ঝরিয়া পড়িলো রাঙা পায় ।
নাগর বড় দুরাচার লাজ ভয় নাহি তার
অসময়ে বাঁশিতে দেয় গো টান ।
আমরা গোপের নারী মনে অনুমান করি
কোন কালায় হরিয়া নেয় গো প্রাণ ।।
কালিন্দির জল কালা আর কালা মন্দের ভালা
দুয়ো কালায় একসঙ্গে ভাষে গান ।
ভাইবে রাধারমণ বলে আইলায় গো কালিন্দির জলে
যাচিয়া যৌবন করো দান ।।