রাধারমণ দত্ত রচিত গান নং ১৭৩

এসো গৌর গুণমণি জগতের চিন্তামণি
পতিত পাবন অবতার ।
তুমি হে পরম গুরু মনোবাঞ্ছা কল্পতরু
অনাথের নাথ সারাৎসার ।।
শ্রীরাধার ভাবাবেশে ভাবকান্তি অভিলাষে
শ্রীকৃষ্ণচৈতন্য অবতার ।
ধন্য কলি ধন্য যুগ অবতীর্ণ শ্রীচৈতন্য
কলিযুগ সর্বযুগ সার
তপ যজ্ঞ যাগ ধ্যান হরিনাম সংকীর্তণ
কলিযুগ করিতে নিস্তার ।
বিনামূল্যে প্রেমধন অযাচনে বিতরণে
নাহি কর কুলের বিচার
করুণার অবতার ভবে না হইবে আর
পাপী তাপী করিতে উদ্ধার ।
শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র বলরাম নিত্যানন্দ
মহাদেব দ্বৈত অবতার ।।
ব্রহ্মা হইলো হরিদাস নারদ মুণি শ্রীনিবাস
যত প্রিয় ভক্তবৃন্দ আর ।
অতি দীন অকিঞ্চন কহে শ্রী রাধারমণ
নিজ গুণে করো মোরে পার ।।