প্রাণ সই রজনী পুষাইয়া গেলো প্রাণবন্ধু কই ।।
প্রাণবন্ধু প্রাণবন্ধু বলে ক্ষণে উঠি ক্ষণে বই ।।
সাজাইয়া ফুলের শয্যা যত্ন করি থই
না আসিলো প্রাণবন্ধু কোথায় রইলো সই ।।
শুইলে স্বপনে দেখি রসের কথা কই
জাগিয়া উঠিয়া দেখি বন্ধু কই আর আমি কই ।।
ভাইবে রাধারমণ বলে শোন লো সই
এগো অগ্নিকুন্ড সাজন কর অনলে পুড়াই ।।