রাধারমণ দত্ত রচিত গান নং ৯১৭

রাধারাণীর প্রেমের আশ্রয় রসিক নাগর শ্যামরসময়
কলির জীবের ভাগ্যে গৌরা নদীয়াতে হলেন উদয়।।
ব্রজলীলা করে সাঙ্গ রাধাপ্রেমে হয় উদাসী
চূড়াবাঁশি ত্যাগ করিয়া হলেন নবীন সন্ন্যাসী।।
গৌরচান্দে ধরিয়াছেন নবীন কৌপীন করঙ্গ
যেই জনের কর্মভার লয় আসি এই সাধুসঙ্গ।।
প্রেমবাজারে বিকিকিনি হাটের রাজা রাধারাণী
রঘুনাথ প্রেমধনে ধনী রাধারমণের নাই আশ্রয়।