রাধারমণ দত্ত রচিত গান নং ৬৮৩

কত দিনে ওরে শ্যাম আর কত দিনে
কত দিনে হইবো দেখা বংশী বাঁকা ঐ বনে ।।
বাঁশি দেও সঙ্গে নেও যাও নিজ স্থানে
দূরে গেলে ঐ দাসীরে রাখবে কি তোর মনে ।
শুইলে স্বপনে দেখি রাত্রি নিশাকালে
নিদাগেতে দাগ লাগাইলে কোন কথার কারণে ।
রাধারমন বাউলে বলে শ্যাম চান্দ বিহনে
ছাড়িয়া গেলায় এ দাসীরে কীসের কারণে ।।