রাধারমণ দত্ত রচিত গান নং ১৪৪

অনুরাগ বাতাসে রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে ।।
নদীয়াপুরী ডুবু ডুবু শান্তিপুর ভাসিয়াছে ।।
ব্রজলীলা সাঙ্গ কইরে রসরাজ হইলেন গোরাঙ্গ হে
রাধাভাবের প্রেমতরঙ্গ নদীয়ে আসিয়াছে ।।
পূর্বরাগে প্রেম সাজিলো, বারি পূর্বদিকে বর্ষিলো হে
প্রেমজলে জগৎ ভাসাইলো বাকী কে আছে ।।
রাধা নামে বাদাম দিয়ে কৃষ্ণ নামের সাইর গাইয়ে হে
চলছে বহিয়ে রসিক নাইয়ে রাধারমণ বইসে রইয়েছে ।।