রাধারমণ দত্ত রচিত গান নং ২৮০

শ্রীরাধার রুপলাবণ্য হরি নব সুতারুণ্য
শ্রীকৃষ্ণের নয়ন তুলিলো
মজিয়া পিরীতি রসে নবকৈশোর বয়সে
রাধাপ্রেমে দাসখত দিলো ।
প্রেমরস আস্বাদনে পিপাসা বাড়িয়া মনে
মনোবাঞ্ছা পূরণ না হইলো ।
ভাবকান্তি সুবিলাসে এই তিন অভিলাষে
দুই অঙ্গে একাঙ্গ হইলো
সঙ্গে নিয়ে সাঙ্গোপাঙ্গ রাম রায় নিত্যানন্দ
মহাদেব অদ্বৈত হইলো ।
হুংকার গর্জন ধ্বনি শুনিয়ে কাপে মেদিনী
ধন্য চৈতন্য আনিলো ।
স্বরুপাদি রঘুনাথ প্রভুর যে প্রিয়পাত্র
সঙ্গে করি নামিয়ে আনিলো ।
অনর্পিত প্রেমধন অযাচনে বিতরণ
রাধারমণ বঞ্চিত হইলো ।