তোরে করি গো মানা
জলের ঘাটে এগো সখী একেলা যাইও না
কলিযুগের বধূ তোমরা নিষেধ কিছু মানো না ।
চেপ্টা ডুরি কাপড় পিন্দি জলের ঘাটে যাইও না
শাশুড়ি ননদী ঘরে সদায় করে যন্ত্রণা
জলের ঘাটে চিকনকালা সেখানে মান রবে না ।
ভাইবে রাধারমণ বলে প্রেমের বিষম যন্ত্রণা
ছপাই কাপড়ে দাগ লাগিলে ধইলে তো দাগ ছাড়ে না ।।