আমারে করগো উদ্ধার, আমি অধম দুরাচার ।
কত পাপের ভরা লইছি মাথে, হইয়াছি দ্বিগুণ ভার ।।
সোনা থইয়ে দস্তা লইয়ে, করিতেছি রঙ্গের কারবার ।
কত হীরামন মাণিক্য থইয়া, রাংচায় মন মজিলো আমার ।।
ভাইবে রাধারমণ বলে, আমি ভুলিয়ে রইলাম মায়াজালে ।
আমার মতো পাপী বুঝি ত্রিজগতে নাই গো আর ।।