রাধারমণ দত্ত রচিত গান নং ৭০০

চল রে সুবল রাই দরশনে ।
ব্রজের রাখাল সনে ধেনু চরাও বনে বনে
আপন কটরায় মজে যাও রাই গোচারণে ।
যে দুঃখ দিয়াছো সুবল আয়ান ঘোষের স্থানে
বিন্দাবনে যে যন্ত্রণা শ্রীরাধার কারণে ।
ভাইবে রাধারমণ বলে চিন্তি মনে মনে
কেমনে বাঁচে প্রাণবন্ধুয়া বিহনে ।।