রাধারমণ দত্ত রচিত গান নং ৫৮৬

আইলো নাগো প্রাণবন্ধু কালিয়া
মুই অভাগী কলঙ্কের ভাগী হইনু কার লাগিয়া ।।
গাঁথিয়া বনফুলের মালা মালা হইলো দ্বিগুণ জ্বালা
সয়না প্রাণে মালা দিতাম কার গলে তুলিয়া ।।
বহু আশা ছিলো মনে মিশিতাম প্রাণবন্ধুর সনে
মুই অভাগী প্রাণে মরি মদন জ্বালায় জ্বলিয়া ।।
ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
কুঞ্জবিহারী বংশীধারী তোরা দে আনিয়া ।।