ঐ নি যমুনা পুলিন বল গো অ সখিগণ ।।
শুনি কোন বনে মুরলী আলাপন গো ।।
বিকশিত তরুতলা কি মনোহর পল্লবপাতা গো
সুগন্ধে নাসা করে আকর্ষণ গো ।।
কোথা রে কদম্বতরু মনোবাঞ্ছা কল্পতরু
বংশী নাটের গুরু করাও দরশন গো ।।
মুরলী মধুর স্বরে আমার মনপ্রাণ নিলো হরে
আর কি ধৈর্য ধরে শ্রীরাধারমণ গো ।।