রাধারমণ দত্ত রচিত গান নং ৩৯

গুরু আমার উপায় বলো না, জন্মাবধি কর্মপোড়া আমি একজনা
আমার দুঃখে দুঃখে জনম গেলো, সুখ বুঝি আর দিলায় না ।।
শিশুকালে মইরা গেলো মা, গর্ভে থইয়া পিতা মইলো চক্ষে দেখলাম না ।
গুরু কে করিবে লালন পালন কে করিবে তুলনা ।।
গিয়াছিলাম ভবের বাজারে ছয় চুরায় যুক্তি কইরে বানলো আমারে
চোরায় চুরি করে খালাস পাইলো, আমায় দিলো জেলখানা ।
ভাইবে রাধারমণ বলে মানব জীবন যায় বিফলে
গুরুর চরণ পাবো প্রাণ জুড়াবো এই আশা মোর পুরলো না ।