রাধারমণ দত্ত রচিত গান নং ৫৬৩

আরে পুষ্প বলি রে তোমারে
রজনী প্রভাতে পুষ্প ভাসাইমু সাগরে ।।
আগে যদি জানতাম শ্যামরে নিদয়া নিষ্ঠুর
বুকে কিছু নাইরে তোমার মুখেতে মধুর ।।
আগে যদি জানতাম রে শ্যাম যাইবায় রে ছাড়িয়া ।
তবে কি করিতাম প্রেম বিনা দড়াইয়া ।।
ভাবিয়া রাধারমণ বলে শুনোরে কালিয়া
পর কি আপন হয় পিরীতির লাগিয়া ।।