রাধারমণ দত্ত রচিত গান নং ৯৩৭

যাব না আর জলে সই গো আর যাব না জলে
জলের ঘাটে শ্যাম নটবর দেখছি কদম তলে।।
কদমতলে বসি শ্যামে বাজায় যখন বাঁশি
ধুমার ছলে কানতে থাকি যখন রানতে বসি।।
সব সখি লইয়া সঙ্গে জল ভরিতে গেলাম রঙ্গে
কালার রুপ দেখিয়া ভুলে রইলাম কালা কদম তলে।
ভাইবে রাধারমণ বলে কালা আছে রাইয়ের ছলে
কদম তলে বাজায় বাঁশি রাধা রাধা বলে।।