রাই কীসের তোমার অভিমান গো, শ্যাম আইলো না কুঞ্জবনে ।।
আর আইসো বন্ধু বইসো কাছে, খাও রে বাটার পান ।
ওরে হাসিমুখে কওরে কথা, জুড়াওক পরাণ গো ।।
আর নতুন ফুলের মালা নতুন গাঁথুনী ।
সেই মালা পইরাই তো, আমার রাধা বিনোদিনী গো ।।
আর ভাইবে রাধারমণ বলে, শোনো রে কালিয়া ।
ওরে তুলসী মালা পইরাই দেও বন্ধের গলে নিয়া গো ।।