রাধারমণ দত্ত রচিত গান নং ৫৯৫

তোরা শোন গো শ্রবণে ধীর সমীরে বনে গো
বাজে বাঁশি সুমধুর স্বরে ।।
সকল সঙ্গিনী মিলি বনফুল তুলি গো
সাজাও তো নিকুঞ্জ কুটিরে ।।
শরৎ পূর্ণিমা নিশি অতি সুশীতল গো
মনলোভা হেরি শশধরে ।।
প্রফুল্লিত মল্লিকাদি সৌরভ ছড়াইলো গো
গন্ধে আমোদিত করে ।।
রসে অভিলাষ হরি নিশিতে গহনে গো
ঘন ঘন মোহন বংশী স্বরে ।।
সুচিত্র পালঙ্কোপরি বিচিত্র কুসুমে গো
কর শয্যা শ্যাম মনোহরে ।।
কুসুমে রচিয়া শয্যা পুষ্পের বালিশ গো
শতদল দিয়া চারিধারে
মাঝে মাঝে কনকচাঁপা চামেলী গো
কহে রাধারমণ কাতরে ।।