রাধারমণ দত্ত রচিত গান নং ৪০৮

জলের ঘাটে দেইখে আইলাম
শ্যাম চিকন কালিয়া ।।
চূড়ার উপরে ময়ূর পাখা
বামে দিছে হেলাইয়া
নিতি নিতি দেও খোটা
কালিয়া সোনা বলিয়া ।।
দেখছি অনে লাগছে মনে
পাশরিতে পারিনা ।
এমন সুন্দর তনু
কে দিছে গো গড়িয়া ।।
ভাবিয়া রাধারমণ বলে
থাক ধৈর্য ধরিয়া ।
বন্ধু যদি আপন হয় গো
আসবে ঘুরিয়া ফিরিয়া ।।