ডাকিও নারে শ্যামের বাঁশি জয় রাধা বলিয়া
অয়রে শ্যামচান্দের বাঁশি কই বিনয় করিয়া।।
পুরুষ ভ্রমরা জাতি কঠিন তারও হিয়া
নারী তো সরল গো জাতি উঠে রইয়া রইয়া।
একঘেরে শুইয়া থাকি নিশি গত হইয়া
শুইলে স্বপন গো দেখি হৃদয় বন্ধুয়া।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
গোপনে করছিলাম পিরিত দিলায় প্রকাশিয়া