রাধারমণ দত্ত রচিত গান নং ৩৯৫

কোন বনে বাজে বাঁশি টের না পাই
রাধা বলে বাজে বাঁশি কি করি উপায় ।।
কর্ণ পাতি শোন সজনী কী মোহিনী তায়
গৃহকর্মে নাহি মন উন্মাদিনী প্রায় ।।
অশন বসন ভূষণে রন্ধনে যাই
ধূমার ছলে বইসে কান্দি বন্ধুরে নি পাই ।।
যে অধরে ধরে বাঁশি লাগ নাহি পাই
জল বিনে চাতকী যে মরি পিপাসায় ।।
জীবন মরণ সমান কৃষ্ণ নাহি পায়
কৃষ্ণার্পিত প্রাণ শ্রীরাধারমণ গায় ।।