বন্ধু আমার জীবনের জীবন না দেখিলে প্রাণ বন্ধুরে
সদায় উচাট করে মন ।।
বন্ধু আমার নয়নমণি মনেপ্রাণে সদায় জানি
বন্ধুর মুখের মধুর বাণী পরকে করে আপন ।
বন্ধু আমার হইলে সাথী মালা দিতাম গলে গাঁথি
জ্বালায় হৃদে প্রেমের বাতি একসাথে করিতাম শয়ন ।
ফুলের মালা পরাইয়া রাখতাম তারে সাজাইয়া
বন্ধুর লাগি ফাটে হিয়া পাইলাম না বন্ধুর চরণ ।
বাউল রাধারমণ বলে আমার মরণের কালে
তোমার যেন দেখা মিলে এই আমার আকিঞ্চন ।।