রাধারমণ দত্ত রচিত গান নং ১৭৪

ঐ আইলো ঐ আইলো আমার সংকীর্তণের গৌর রায় ।
নামের ধ্বনি প্রেমধ্বনি, মধুর ধ্বনি শুনা যায় ।।
গৌরচাঁন্দের ভক্ত যত যন্ত্রধারী সমুদায় ।
কেহ বাজায় নামের যন্ত্র, কেহ নাচে কেহ গায় ।।
উথলিলো প্রেমসিন্ধু, ভাসিলো সোনার নদীয়ায় ।
শ্রীচরণ পাইবার আশে রাধারমণ দাসে গায় ।।