রাধারমণ দত্ত রচিত গান নং ৯৪২

চন্দ্রার কুঞ্জে বৃন্দাদূতী শ্যামচাঁদ তাল্লাসে যায়
বইলা দেগো চন্দ্রাবলী রাধার বন্ধু পাই কোথায়।
দেইখা চন্দ্রা কর গো বৃন্দা শ্যাম আমার কুঞ্জে যায়
প্রেমময়ী শয্যা আজি সাজাইয়াছেন রাধিকায়।
ভাইবে রাধারমণ বলে চন্দ্রাই তো ভালা নায়
শিখাই বুঝাই পরার বন্ধু আর কতদিন রাখিবায়।।