রাধারমণ দত্ত রচিত গান নং ৯৯১

বিশখে গো শোন শ্রবণে
নিশাতে বন্ধুয়ার বাঁশি আমায় ডাকে কেনে।
প্রতি অঙ্গ জরজর মুরলীর টানে
শুনিয়া মুরলীর ধ্বনি মন টানে যাই বলে
ঘরে বাইরে হইলাম দোষী বাঁশির কারণে।।
কুপিত সাপিনী যেমন গরুড় উৎকারে
রাধারমণ বলে ধনি কী ভাব হইল মনে
শীঘ্র চল ও বিশখে প্রাণবন্ধু দর্শনে।।