রাধারমণ দত্ত রচিত গান নং ২৭৯

শ্রীরাধার প্রেম সলিলে না ডুবিলে
কালাচাঁন্দ কি সহজে মিলে ।।
দেবের দূর্লভ মায়ার লীলা ভূমণ্ডলে
নিত্যধামে ছিলো গোপন প্রেমময়ীর প্রেমরত্নধন ।
করতে প্রেম রসের আস্বাদন ।
রসিক রতন প্রেম সিন্ধুকূলো রাই রসেতে শ্যাম রসময়
সজল উজ্জল রসের আশ্রয় ।
ব্রজ বাসীর ভাগ্যে উদয় প্রেমরসের কেলি হয় গোকূলে ।
ব্রজলীলা কইরে সাঙ্গ
সঙ্গে নিয়া সাঙ্গপাঙ্গ, রসরাজ হইলেন গৌরাঙ্গ
প্রভু রঘু রাধারমণ বলে ।