রাধারমণ দত্ত রচিত গান নং ৮৭৪

এস মা জগজ্জননী দুর্গে দুর্গতিনাশিনী
ভব ভয় বিপদ নাশিনী।
কালী ভৈরবীবাসা সারদা নিভা শিবানী
মা কাত্যায়নী কার্যরুপিণী।
সঙ্গে লক্ষী সরস্বতী কার্তিক শ্রীগণপতি
এসো গো মা মৃগেন্দ্রবাহিনী
তুমি সত্ত্ব রজঃ তমঃ ক্ষিতি ত্যেজ মরুৎ ব্যোম
তুমি গঙ্গে পতিত পাবনী।।
তুমি চন্দ্র তুমি সূর্য তুমি মা জগৎ আর্য
দেবদেব হরের ঘরণী।
তুমি মা ব্রহ্মসাবিত্রী তুমি মা বেদগায়ত্রী
স্বাহা সদা প্রণবরুপিণী।।
তুমি দিবা নিশা কাল তুমি নক্ষত্রমণ্ডল
তুমি পূর্ণ ব্রহ্মসনাতনী।
শ্রীরাধারমণের আশা মা না করিও নিরাশা
অন্তে দিও চরণ দুখানি।।