আমি রুপ হেরিলাম গো আমার মনপ্রাণ সব দিলাম গো ।।
সখি গো সুরধনীর ঐ ঘাটে গৌরায়
নারী ধরার ফান পাতিয়াছে গো ।
এগো যে যাইবায় ফান্দে ঠেকবায় দায়ে ঠেকবায় গো ।
সখি গো যাইছনা তোরা সুরধনী
মোর মত হইছনা কলঙ্কিনী গো
এগো কূলমান তোরা থাকো নিজ ঘরে গো ।
সখি গো বলে অধীন রাধারমণে প্রাণে কি আর ধৈর্য মানে গো
এগো মনে লয় প্রাণ ত্যাজ্য করে তার সঙ্গে যাই গো ।