রাধারমণ দত্ত রচিত গান নং ২৪০

ধন্য শ্রীচৈতন্য উদয় নদীয়ায় ।।
হরি নামামৃত আনিয়াছে রে অরে মাধাই
পাষাণ হৃদয় গলিয়ে যায় ।।
নিত্যানন্দ অদ্বৈতাদি হরিনামের লুট বিলায়
যে শুনিয়ে নাম লয়রে আরে মাধাই হাসে কান্দে নাচে গায় ।।
কাইল মারিয়াছে কান্দার বাড়ি তবু নামে বিরাম নাই ।
আর মাইরো না গৌর নিতাইয়ে আরে অ মাধাই
দুভাই ধরি দুভাইয়ের পায় ।।
পতিত অধম আমি অতি পাপের তো আর সীমা নাই
শ্রীরাধারমণ বলে রে আরে মাধাই যা করে গৌর নিতাই ।।