হরি বল রে মন রসনা শুনরে কৃষ্ণনাম
ও তোর পূর্ণ হবে মনোবাঞ্ছা লও হরিনাম।
হরি বল রে বদনে, হরির নাম তিন প্রভুর মর্ম
এক মনে ভাবনা কর ছয় গোস্বামীর ধর্ম।।
নামের তুল্য ধন কী আছে গৌর নাচে নিতাই নাচে
কাষ্ঠতরী হইল সোনা পাইয়া কৃষ্ণনাম
বদন বলে হরিবল নাম জপ রে অবিরাম
শ্রীরাধারমণে বলে জপ হরে কৃষ্ণ রাম।।