ঐকি শোনা যায়গো বিধুমুখী রাই ।।
বাঁশির সাথে প্রাণনাথে প্রাণ লইয়া যায় গো ।।
যমুনার ঐ কূলে বসি পুলিবনে বাজায় বাঁশি
মনে লয় দেখিয়া আসি পাই কি নাহি পাই গো ।।
মনের সুখে আনবো জল, কই সে আমার কদমতল
পাইলে রে তারে রাখবো ধইরে, যাই কি নাই যাই গো ।।
সকল সখির সঙ্গে যমুনায় চলিলা রঙ্গে
প্রেমতরঙ্গে রসরঙ্গে রাধারমণ গায় ।।