বন্ধু আয় আয়রে আয় এমন সোনার যৌবন বৃথা গইয়া যায় ।।
তোমার লাগিয়া বন্ধু সদায় হিয়া ঝুরে
কলসী ভাসাইয়া নিলে নয়নের নীরে রে ।
কান্দিয়া নয়ন গেলো দুঃখে গেলো হাসি
কুলমান সব গেলো দেহাতে মিশিয়া
জীবন ফুরাইয়া গেলো না জুড়াইয়া হিয়া রে ।
ভাবিয়া রাধারমণ বলে আসো যদি মইলে
শ্মশানে দুই ফোটা পানি দিও মনে চাইলে রে ।।