রাধারমণ দত্ত রচিত গান নং ১০০১

শ্যামরুপ হেরিলাম গো কদম্বের তলে
তুষের অনলের মত অঙ্গ মোর জ্বলে।
মজিয়ে বাঁশির সুরে বইসে থাকি সারাদিনে
যার বাঁশি তারে ডাকে রাধারাধা বলে।।
ইচ্ছে হয় প্রাণ বন্ধুয়ারে হৃদয়ের মাঝে রাখি
তৈলের ভাণ্ডে ঘৃত আনি সাজাইয়া রাখি।।
ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
বন্ধের হাতের বাঁশির জ্বালা যাবে আমি মইলে।