রাধারমণ দত্ত রচিত গান নং ৪৬০

বাইজো নারে আর শ্যামের বাঁশি মধুর স্বরে আর বাইজো নারে ।।
কুলবতী যুবতীর প্রাণে ধৈর্য্য কি ধরে ।।
অবলা কুলকামিনী বাঁশির ধ্বনি শুনে উন্মাদিনী ।।
যেন বারি বিনে চাতকিনী পিপাসায় মরে ।।
আর গুরুজনা বৈরী বাঁশি ডাকে নাম ধরি
কুল ভয় লাজে মরি রইতে নারি ঘরে ।।
শ্রীরাধারমণের বাণী শ্যামের বাঁশি রে তোর কঠিন প্রাণী
করলে রাধা কলঙ্কিনী গোকুল নগরে ।।