রাধারমণ দত্ত রচিত গান নং ৯৬৮

ও শ্যামে বিচ্ছেদ লাগাইল
এগো একা কুঞ্জে রাধা থইয়া মধুপুরে গেল।।
মধুপুরে গিয়া শ্যামে কী না মধু পাইল
অবলা পাইয়া শ্যামে অনাথ করিল।।
এগো কংসের দাসী কুবজারে বামেতে পাইল
জটা হইল মাথার কেশ মলিন রাধার বেশ
হায় কৃষ্ণ হায় কৃষ্ণ বলে পাঞ্জর হইল শেষ।।