রাধারমণ দত্ত রচিত গান নং ৯০০

আমার একী বিপদ ঘটলো গো
গুরুর নামটি নিবার আমার সময় নাই
আমি পড়িয়াছি ঘোর বিপদে
তরাইয়া লও আমায়।
ভাই বল বন্ধু বল সময় দেখে পলাইল গো
স্ত্রী বল পুত্র বল সঙ্গের সাথী কেহই নাই।
ভাইবে রাধারমণ বলে ঠেকলাম ভবের মায়াজালে
আমি চাইয়া দেখি সব বিদেশী
আপন দেশের কেহই নাই।।