কৃষ্ণ আমার আঙিনাতে আইতে মানা করি ।
মান ছাড়ো কিশোরী ।।
যাও যাও রসরাজ এইখানে নাহি কাজ
যাও গি তোমার চন্দ্রাবলীর বাড়ি ।।
চন্দ্রাবলীর বাসরেতে সারা রাইত পোহাইলায় রঙ্গে
এখন বুঝি আইছো আমার মন রাখিবারে ।।
ভাবিয়া রাধারমণ বলে দয়া নি করিবায় মোরে
কেওড় খোলো রাধিকা সুন্দরী ।।