রাধারমণ দত্ত রচিত গান নং ৯১৫

আমার প্রাণ কান্দে গো প্রাণসখী গৌর বিনে সদায় দুঃখী
চরণ পাব পাব বলে আশাতে প্রাণ কয়দিন রাখি।
যদি গৌরার লাগাল পাইতাম, হৃদয়ে ছাপাইয়া রাখতাম
শ্রীচরণে দাসী গো হইতাম।।
চরণ কেশ দিয়া মুছাইতাম অগুরু চন্দন মাখি
ভাব কল্পতরু মূলে সুরধনী নদীর কূলে
দুই রঙে ফুটিয়াছে একটি ফুল
প্রেম গাছে ফুল ফুটেছে নিত্য নতুন স্বর্ণমুখী
ফুলের গন্ধে জগৎজোড়া পেয়েছে রসিক যারা
প্রেমানন্দে উঠছে এক লহরী
ভাইবে রাধারমণ কয় গৌরচরণ পেলাম কই
আর পাবো কি ?