রাধারমণ দত্ত রচিত গান নং ৬৬১

আমি কারে বা দেখাবো মনের দুঃখ গো হৃদয় চিরিয়া ।
আমার সোনার অঙ্গ মলিন হইলো ভাবিয়া চিন্তিয়া ।।
পুরুষ জাতি সুখের সাথী নিদয়া নির্মায়া ।
তারা জানেনা মনের বেদন কঠিন তাদের হিয়া ।।
আমি সাধে সাধে প্রেম করিলাম সরল জানিয়া ।
আমারে ছাড়িয়া গেলো প্রাণনাথে কি দোষ পাইয়া ।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া ।।
আমার জগতে কলঙ্ক রইলো পিরীতি করিয়া ।।