হরেকৃষ্ণ নাম বিনে নিত্যধন নাই সংসারে ।।
মন রে জীবন যৌবন স্ত্রীপুত্র ধন
অন্তিমকালে কেহ কারো সঙ্গে যাবেনা রে ।।
বিধিভব আদিদেব গন্ধর্বাদি চরাচরে
মন রে শ্রীহরিপদ নিত্য সম্পদ
মুণি ঋষির আগম নিগম বেদ বিচারে ।।
হরি শ্রবণ কীর্তণ স্মরণ মনন নামে বিরাম দিওনা রে
হরিচিত্ত খনি পরশমণি নারদমুনি
দেখেছেন নাম উজ্জল করে ।।
নাম নিলে হয় প্রেমের উদয় ত্রিতাপজ্বালা যায় দূরে
হরিনামে রতি শুদ্ধভক্তি রাধারমণ কহে কাতরে ।।