রাধারমণ দত্ত রচিত গান নং ৫৮৫

আইলে বসনচোরা মনোহরা পায়ে লাগাবো বেড়ি
তারে হাজির করবো কিশোরীর কাছারী ।।
ফাটকেতে আটক রাখবো মনের মতো শাস্তি দিবো
প্রেম শিকলে তারে করিবো গ্রেফতারি
ভাইবে রাধারমণ বলে, কি করবো তার লোহার শিকলে
আমি কুলবধূর কুল রাখিতে নারি ।।